মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
The Daily Post

সব দলকেই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হওয়া উচিত: জাপা মহাসচিব

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সব দলকেই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হওয়া উচিত: জাপা মহাসচিব

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ মিলনায়তনে ২শ ১৪ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের এমপি ও জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তারা কোথাও রাজনীতি করতে পারে না। এ দেশে রাজনীতি এমন হওয়া উচিত যেখানে সরকারি দল ও বিরোধী দল উভয়ই থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি।

তিনি ছয় দফার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রকৃতপক্ষে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে বাঙালির মনন তৈরির উদ্দেশ্যেই ১৯৬৬ সালে ৬ দফা ঘোষণা করেছিলেন। ১৯৬৬ সালে ৬ দফার মাধ্যমে বাঙালির মুক্তির সনদ ঘোষণা স্বাধীনতার পথে এক অনন্য সোপান।

বাঙালির মুক্তির সনদ হিসেবে ৬ দফার ভিত্তিতে মানুষ আন্দোলন ও সংগ্রাম করেছে, উনসত্তরের গণ-অভ্যুত্থান ও পরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনের পর যখন পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করেনি, তারপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছেন। দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।

জানা গেছে, শুক্রবার (২৭ জানুুয়ারি) বিকেল ৪ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কিশোরগঞ্জ -৩( তাড়াইল- করিমগঞ্জ) আসনেরএমপি ও জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো.মুজিবুল হক চুন্নু।

উক্ত উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ভূঁইয়া চানমিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল হাই, জেলা পরিষদের সদস্য একে এস জামান সম্রাট, তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু মোতালেব,তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো.রফিকুল ইসলাম,জাওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রতন, দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আশরাফ উদ্দিন ভূঁইয়া আসাদ, জাতীয় যুব সংহতি তাড়াইল উপজেলা শাখার সাবেক সভাপতি শাহ আলম সিদ্দিকী,জাতীয় যুব সংহিত কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক আশরাফুল আলম রুবেলসহ গণমাধ্যমের কর্মী বৃন্দ। অপরদিকে উপজেলার বিভিন্ন রাস্তার উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি মো. মুজিবুল হক চুন্নু।

টিএইচ