সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় সরকার : বিমান প্রতিমন্ত্রী

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় সরকার : বিমান প্রতিমন্ত্রী

সংবিধান অনুযায়ী সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে চায় সরকার। আগামী সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। কোন অপশক্তি নির্বাচন ঠেকাতে পারবেনা।

 নির্বাচনে বিদেশী পর্যবেক্ষককে স্বাগত জানাবে। তবে বিদেশী কোন শক্তির কাছে সরকার নতজানু হবেনা। ঢাকায় আন্তজার্তিক মানের তৃতীয় বিমানবন্দর টার্মিনাল নির্মিত হয়েছে। বিদেশেও এটি প্রশংসিত হয়েছে। দেশ উন্নত হয়েছে। 

দেশে যাতে রাজাকার ও ৭১- এর পরাজিত শক্তি ক্ষমতায় আসতে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, পর্যটন খাতকে আকর্ষনীয় করতে মহাপরিকল্পনা নেয়া হয়েছে। সাতছড়ি জাতীয় উদ্যানকে আরো সমৃদ্ধ করা হবে। 

বুধবার (১১ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর অনুদানের টাকা বিতরণকালে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাড. মাহবুব আলী এমপি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। 

উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান আতিকুর রহমান, চেয়ারম্যান পারুল আহমেদ, চেয়ারম্যান মাসুদ খান, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ফারুক পাঠান, পূজা উদযাপন কমিটির সেক্রেটারি লিটন রায়, মনোজ কান্তি পাল, হরিশ চন্দ্র দেব প্রমুখ।  

টিএইচ