সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post
বাঘাইছড়ি প্রেস ক্লাবের কমিটি গঠন

সভাপতি মাবুদ ও সম্পাদক ওমর ফারুক

বাঘাইছড়ি প্রতিনিধি 

সভাপতি মাবুদ ও সম্পাদক ওমর ফারুক

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা প্রেস ক্লাবের ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বাঘাইছড়ি প্রেস ক্লাবে সাধারণ সভায় কমিটি ঘোষণা করা হয়। 

এতে তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি বাংলাদেশ বেতারের প্রবীণ সাংবাদিক বাবু দিলীপ কুমার দাস। এসময় উপস্থিত প্রেস ক্লাবের সব সদস্যদের সর্বসম্মতিক্রমে পরবর্তী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন, দৈনিক সমকাল পত্রিকার বাঘাইছড়ি প্রতিনিধি সাংবাদিক আব্দুল মাবুদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ৭১ টেলিভিশন ও জাতীয় দৈনিক আজকের পত্রিকার বাঘাইছড়ি প্রতিনিধি মো. ওমর ফারুক সুমন।

নতুন কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন, দৈনিক কর্ণফুলী পত্রিকার বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন ও দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি  আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক আজকালের খবর পত্রিকার বাঘাইছড়ি প্রতিনিধি মো. মহিউদ্দিন, অর্থ সম্পাদক আলোকিত পাহাড় বাঘাইছড়ি প্রতিনিধি ইমরান হোসেন জুমান,  দপ্তর সম্পাদক আর টিভি ও দৈনিক পার্বত্য চট্টগ্রাম বাঘাইছড়ি  উপজেলা প্রতিনিধি মো. মাহমুদুল হাসান সোহাগ, প্রচার সম্পাদক দৈনিক আমার সংবাদ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি মো. ইব্রাহিম এবং কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টুডে উপজেলা প্রতিনিধি মো. মহিউদ্দিন ও এশিয়া টিভি উপজেলা প্রতিনিধি জগৎ দাস এবং দৈনিক রাঙ্গামাটি উপজেলা প্রতিনিধি মো. সালাউদ্দিন শাহিন। 

এ ছাড়াও সাধারণ সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে দৈনিক প্রথম আলো প্রতিনিধি সাধন বিকাশ চাকমা, দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. জুয়েল রানা, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আবু নাছের ও একুশে পত্রিকার প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান। 

টিএইচ