শান্তি ও সমপ্রীতি থাকলে কাঙ্খিত উন্নয়ন দ্রত এগিয়ে যাবে। খাগড়াছড়ি পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গুইমারা উপজেলায় শুভাগমন উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সহিদুজ্জামান এ কথা বলেন।
এসময় তিনি গুইমারা উপজেলার সমস্যাগুলো দ্রুত সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন বলে ঘোষণা দেন।
গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১০ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনে কক্ষে, গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) রক্তিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিমিয় সভায় বিশেষ অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরষিদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।
অন্যদের মধ্যে, গুইমারা থানার ওসি রাজীব চন্দ্র কর, উপজেলা পরষিদ ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরাসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
টিএইচ