বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
সদর উদ্দিন চিশতির ১০৯তম আবির্ভাব দিবসে আলোচনা 

সমাজ পরিবর্তনে যুগে যুগে মহান ব্যক্তিরা নীরবে সাধনা করে গেছেন : হাশেম রেজা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সমাজ পরিবর্তনে যুগে যুগে মহান ব্যক্তিরা নীরবে সাধনা করে গেছেন : হাশেম রেজা

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজ পরিবর্তনে যুগে যুগে মহান ব্যক্তিরা নীরবে-নিভৃতে সাধনা করে গেছেন। সেই সাধনার মধ্য দিয়েই আবহমানকাল ধরে বাংলার পরতে পরতে ছড়িয়ে আছে সেসব মৃত্যুঞ্জয়ী সাধকদের উত্তরসূরি, যারা আজও তাদের পদাঙ্ক অনুসরণ করে মানুষের মাঝে সাধনার বাণী শুনিয়ে থাকেন। 

মহান গুরু চিরঞ্জীব শাহ্ সুফি সদর উদ্দিন আহমদ চিশতির ১০৯তম আবির্ভাব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সমাজসেবক জননেতা হাশেম রেজা।

গত শুক্রবার দামুড়হুদার কুড়ুলগাছী খামারপাড়া খাজা সদরকুঞ্জ আশ্রমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন।

জননেতা হাশেম রেজা বলেন, বাউল সাধকের দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব ধর্ম-বর্ণ-মতাদর্শের মানুষকে সমানভাবে তাদের ধর্ম ও কৃষ্টি-কালচার পালনের সুযোগ করে দিয়েছিলেন। 

তাইতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার আপামর জনসাধারণের ‘মুজিব ভাই’ হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। সেই বাংলার রাখাল রাজার আদর্শে তারই জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ দেশের সাধুভক্ত মানুষদের সম্মান করে নিজ নিজ সাধনা নির্বিঘ্নে করার সুযোগ করে দিয়েছেন। 

তাই এখন সুযোগ এসেছে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার। উপস্থিত সাধু-ভক্তরা এমন বক্তব্য শুনে আবেগাপ্লুত হয়ে বলে ওঠেন— আমরা বাংলাদেশের অব্যাহত উন্নয়ন আরও অব্যাহত রাখতে নৌকার পতাকাতলে এসে নৌকা মার্কায় ভোট করব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর কুঞ্জ আশ্রমের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি।

বিশেষ অতিথি ছিলেন হাফিজুর রহমান মাস্টার, আব্দুল করিম মাস্টার প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন আলি কদর, বিপুল, সনেট, সিরাজ শেখ সাইদুর, দেলোয়ার, আ. মজিদ রকি, মধু, সৌরভ, পিন্টু, কালুু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাহিবুল রহমান বাবু।

টিএইচ