বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

‘সরকার খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায় বলেই তাকে মুক্তি দিচ্ছে না’

নেত্রকোণা প্রতিনিধি

‘সরকার খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায় বলেই তাকে মুক্তি দিচ্ছে না’

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাড. আহমেদ আযম খান বলেছেন, বর্তমান সরকার বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদ জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায় বলেই মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িয়ে ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা দিয়ে জেলে আটক রেখেছেন। 

ক্ষমতাশীন দলের নেতাকর্মীরা বড় বড় দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হলেও তারা জামিনে বেরিয়ে এসে পুনরায় তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। অথচ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও গায়েবি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে জামিন দিচ্ছে না।

খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত অসুস্থ, তাকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না। এই আ.লীগ সরকার তাকে তিলে তিলে মেরে ফেলতে চায়। তিনি খালেদা জিয়ার মুক্তির চলমান আন্দোলনে জনগণকে অধিক হারে সম্পৃক্ত করে, কারাগার থেকে মুক্ত করার জন্য দলীয় নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।

তিনি বুধবার (০৩ জুলই) জেলা শহরের বনোয়াপাড়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক অর্থোপেডিক চিকিৎসক ও অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ড. অ্যাড. আরিফা জেসমিন নাহিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. মাহফুজুল হক, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজাসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতারা। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

টিএইচ