ময়মনসিংহ জেলা পর্যায়ে সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহ ও বৃদ্ধির লক্ষ্যে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার রোববার (০৯ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, ময়মনসিংহের আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা যাকাত কমিটির সভাপতি মো. মুফিদুল আলম বক্তৃতায় বলেন, যাকাত প্রদান করলে ধনীদের ধন কমে না পরম পরিশুদ্ধ হয়।
যার সকলেই যার যার কিছু অংশ সরকারি যাকাত ফান্ডে প্রদান করে সমাজসেবামূলক কাজে এগিয়ে আসতে হবে। সেমিনারে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন পরিচালক হাবেজ আহম্মেদ।
সেমিনারে বিভিন্ন মসজিদের ইমাম খতিব বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তৃতা করেন ইমামরা। বক্তারা জেলা পর্যায়ে সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহ ও বৃদ্ধির লক্ষ্যে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা করা হয়েছে।
টিএইচ