সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

‘সরকারের দূরদর্শী সিদ্ধান্তে মাদ্রাসা শিক্ষাও এগিয়ে যাচ্ছে’

পিরোজপুর প্রতিনিধি 

‘সরকারের দূরদর্শী সিদ্ধান্তে মাদ্রাসা শিক্ষাও এগিয়ে যাচ্ছে’

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের দূরদর্শী সিদ্ধান্তে অন্য শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাও এগিয়ে যাচ্ছে। ভবন নির্মাণ করলেই হবেনা মানসম্মত শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। যেমন কবরে কিছু তৈরি হয়না, তাজমহল কিন্তু বিশাল, শত শত বছরের ঐতিহ্য কিন্তু তাজমহলে কিছু তৈরি হয়না। 

ভবনগুলোতে যদি জ্ঞান বিতরণ না হয় সেগুলোও কবরের মতো। এ জন্য এখানে মানসম্মত শিক্ষা প্রদান করতে হবে। পিরোজপুরের ভাণ্ডারিয়াসহ দক্ষিণা লের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি অবশেষে পূরণ হতে যাচ্ছে ভাণ্ডারিয়ার কচাঁ নদীতে হবে সেতু। পাথরঘাটা-মঠবাড়ীয়া-ভাণ্ডারিয়া-বাগেরহাট খুলনা-বেনাপোল হয়ে কোলকাতা পর্যন্ত ১২ রুটের  নিরবিচ্ছিন্ন যোগাযোগের জন্য চরখালীতে কচাঁ নদীতে সেতু নির্মাণ করা হচ্ছে।

গত শনিবার সকালে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শাহাবুদ্দিন কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন ও কামিল ১ম বর্ষের শিক্ষার্থীদের সবক অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এসব কথা বলেন।

মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোয়াজ্জেম হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর-২ আসনের এমপি মহিউদ্দীন মহারাজ, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আ. রশীদ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, পৌর মেয়র ফায়জুর রশিদ খসরু জোমাদ্দার ও মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রহীম খান। শিক্ষক সানাউল্লাহ হাসানের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান মন্ত্রীর মুখ্য সচিব আরও বলেন, প্রধানমন্ত্রীর অসাধারণ জ্ঞান ও প্রজ্ঞায় নিজেস্ব অর্থায়নে সারাদেশে দৃষ্টিনন্দন মডেল মসজিদ তৈরি করে দিয়েছেন। যা বিশ্বে বিড়ল। তিনি উপস্থিত শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন শুধু ভবন নির্মাণ করলেই হবেনা ভালো পড়ালেখা জ্ঞান বিতরণ করতে হবে। 

টিএইচ