সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সরাইলে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সরাইলে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চুরির অপবাদে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ জানুয়ারি) তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসাপতাল মর্গে আনা হয়। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত জাহিদুল ইসলাম পরশ (২১) ব্রাহ্মণবাড়িয়া সরাইলের নোয়াগাঁও গ্রামের আবেদ মিয়ার ছেলে। নিহতের পরিবারের অভিযোগ, গত দুইদিন আগে পাশের বাড়ির আলমগীর মিয়ার বাড়িতে টিউওয়েলের একটি পাম্প চুরি হয়। 

সেই চুরির অপবাদে গত বৃহস্পতিবার সন্দেহজনকভাবে জাহিদুলকে প্রতিবেশী শফিক, মঈনুদ্দিন, বাবুসহ বেশ কয়েকজন মিলে মারধর করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সে মারা যায়। 

এ বিষয়ে সরাইল থানার ওসি মো. এমরানুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।

টিএইচ