বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সরাইলে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

সরাইলে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হাফিজ উদ্দিন (৪৭) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। গত শুক্রবার উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

শনিবার (৫ আগস্ট) এতথ্য সরাইল থানার পুলিশ পরিদর্শক (এসআই) বাবুল হোসেন। তিনি বলেন, রাতেই আমরা ঘটনাস্থলে গিয়েছি। ছুরিকাঘাতের পর স্বজনরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে সেখানে তার মৃত্যু হয়। 

নিহত হাফিজ উদ্দিনের স্বজনেরা বলেন, গত শুক্রবার রায়হানসহ (১৮) ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত হাফিজ উদ্দিন দাদাকে ধরে বুকের বাম দিকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

টিএইচ