বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

সরিষাবাড়ি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি 

সরিষাবাড়ি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নে ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৭১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২ মার্চ) বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন ময়মনসিংহ ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মো. আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৪ আসনের এমপি প্রিন্সিপাল মো. আবদুর রশিদ।

বিশেষ অতিথি ছিলেন, সরিষাবাড়ি পৌরমেয়র মো. মনির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসাইন, এন,এস,আই এর উপ- পরিচালক মুহাম্মাদ হাফিজুর রহমান, সরিষাবাড়ী উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক মো. তারিকুল ইসলাম নিটুল, ভাটারা ইউনিয়ন আ.লীগের সহ সভাপতি ও ভাটারা এ আর খান আদর্শ বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হাসান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক  গোলাম মোস্তফা ও মিলি রাণী দত্ত। খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আবুল কালাম আজাদ ও হেলাল উদ্দিন। বার্ষিক ক্রীড়া পুরস্কার শেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

টিএইচ