সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সরিষাবাড়িতে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

সরিষাবাড়ী প্রতিনিধি 

সরিষাবাড়িতে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ প্রতিপাদ্য সামনে রেখে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর)জামালপুরের সরিষাবাড়ী উপজেলা খাদ্যগুদামে এ সংগ্রহের উদ্বোধন করা হয়।

এতে উদ্বোধক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। এ সময় অন্যদের  মধ্যে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, খাদ্য নিয়ন্ত্রক বুলবুল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, সরিষাবাড়ী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিসুল ইসলাম, মলি অটো রাইস মিলের প্রোপ্রাইটর শাহিনুর রহমান উপস্থিত ছিলেন।

খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরের সরকার নির্ধারিত প্রতি কেজি ধান ৩০ টাকা করে  ৫৪৮ মেট্রিক টন ধান ও প্রতি কেজি ৪৪ টাকা দরে ৭৭৪ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

টিএইচ