শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

সরিষাবাড়ীতে জরাজীর্ণ ভবনে কমিউনিটি ক্লিনিকে সেবা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ীতে জরাজীর্ণ ভবনে কমিউনিটি ক্লিনিকে সেবা

জামালপুরের সরিষাবাড়ীতে কমিউনিটি ক্লিনিক ভবনের বিভিন্ন সমস্যার পরেও ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দিয়ে যাচ্ছে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিরা। 

জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের রায়দেরপাড়া কমিউনিটি ক্লিনিক ভবনে দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা রয়েছে। সমস্যাগুলো চিহ্নিত করে লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিলেও কোন সমাধান হয়নি। রায়দের পাড়া কমিউনিটি ক্লিনিকের ছাদের পলেস্তার খসে পড়েছে। 

বৃষ্টির সময় ছাদ চুইয়ে পানি পড়ে আসবাবপত্র, প্রয়োজনীয় ওষুধ ক্ষতি সাধন হচ্ছে। ভিজে যাচ্ছে দরকারি কাগজপত্র। স্টোর কক্ষের বেহালদশা, প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে ক্লিনিকের কার্যক্রম। এ অবস্থায় সঠিকভাবে সেবা দিতে পারছে না সিএইচসিপিরা। এছাড়াও সমস্যা রয়েছে নলকূপ ও শৌচাগারের। এসব সমস্যার অতি দ্রুত সংস্কার করা না হলে সঠিক সেবা থেকে বঞ্চিত হবে এ ইউনিয়নের মানুষ। 

রায়দের পাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি তাহলিমা ফেরদৌস জানান, নানামুখী সমস্যার পরও আমরা সঠিকভাবে  চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। আমরা ক্লিনিকে আগত সেবা গ্রহণকারীদের জন্য স্বাস্থ্যসম্মত জীবনযাপন, স্যানিটেশন, কৃমি প্রতিরোধ, বুকের দুধের সুফল, ডায়রিয়া প্রতিরোধ এবং পুষ্টি সম্পর্কে ব্যাপক সচেতনতাসহ বিনামূল্যে প্রায় ৩২ ধরনের ওষুধ দেয়া হয়।  

এছাড়া এই ক্লিনিক থেকে সাধারণ জখম, জ্বর, ব্যথা, কাটা, পোড়া, দংশন, বিষক্রিয়া, হাঁপানি, চর্মরোগ, কৃমি এবং চোখ, দাঁত ও কানের সাধারণ রোগের ক্ষেত্রে লক্ষণভিত্তিক প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

টিএইচ