টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের মুশুদ্দি বাজারে নানার সঙ্গে ওরশ শরীফে এসে নিখোঁজ হয় মমিনুল ইসলাম। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জামালপুরের সরিষাবাড়ী ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরামান্দ্রপুর এলাকায় নানা মোহাম্মদ আলীর বাড়িতে বেড়াতে যায় মমিন। গত বুধবার রাতের খাবার খেয়ে নানার সঙ্গে মুশুদ্দি ওরশ শরীফে বেড়াতে যায়। সেখানে গিয়ে লোকজনের ভিড়ে মমিন হারিয়ে যায়।
অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে নানা বাড়িতে চলে আসেন। পরের দিন সকালে মমিনের লাশ একটি ধানক্ষেতে দেখতে পায় এলাকাবাসী। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত মমিনুল ইসলামের বাড়ি পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের ছোট ঝোপনা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
নানা মোহাম্মদ আলী বলেন, সকালে জানতে পারি ঝিনাইনদীর পাড়ে ধানক্ষেতে একটি লাশ পড়ে আছে। এই শুনে এসে দেখি মুমিনের লাশ।
সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
টিএইচ