সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সরিষাবাড়ীতে শিক্ষা-স্বাস্থ্য উপকরণ ও ছাগল বিতরণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ীতে শিক্ষা-স্বাস্থ্য উপকরণ ও ছাগল বিতরণ

জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষা, স্বাস্থ্য উপকরণ, ছাগল এবং ফলদ ও বনজবৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) ব্যাপ্টিস্টএইড-বিবিসিএফ পরিচালনায় কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প সরিষাবাড়ীর আয়োজনে ১৮০ জনের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার প্রধান অতিথি থেকে এসব বিতরণ করেন। 

এতে বিশেষ অতিথি ছিলেন সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন ভূইয়া, প্রকল্পের উপদেষ্টা কমিটির সদস্য পাষ্টর খোকন রায়, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প সরিষাবাড়ীর প্রকল্প ব্যবস্থাপক সঞ্জিত বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় উপকারভোগী শিশু, অভিভাবক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

টিএইচ