বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সরিষাবাড়ীতে সুফলভোগীদের মধ্যে উপকরণ বিতরণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি 

সরিষাবাড়ীতে সুফলভোগীদের মধ্যে উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকারভিত্তিক প্রকল্প সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষিত নৃ-গোষ্ঠীর পরিবারের মধ্যে উপকরণ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সরিষাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল থেকে এসব উপকরণ বিতরণ করা হয়। উপকরণ বিতরণ অনুষ্ঠানে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ কান্তি দত্ত স্বাগত বক্তব্য রাখেন। 

এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে সরিষাবাড়ী উপজেলার প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল হোসেন ও পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ভেটেনারি সার্জন ডাক্তার সুলতান। অন্যদের মধ্যে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সম্পাদক সোহেল রানা প্রমুখসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। 

টিএইচ