বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সাঁথিয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সাঁথিয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

পাবনার সাঁথিয়ায় শাহিদা (২৬) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের বদিরামচর গ্রামের মত হাসেন বিশ্বাসের মেয়ে এবং সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের বিএ তৃতীয় বর্ষের ছাত্রী।

স্থানীয়  ও পারিবারিক সূত্র জানা যায়, গত শুক্রবার শাহিদার ভাই হেলাল উদ্দিন তার বোনের চলাফেরা নিয়ে শাসন বারণ করলে তার সাথে কথা কাটাকাটি হয়। এতে ভাইয়ের ওপড় অভিমান কর অন্য দিনের মত রাতে শাহিদা তার শয়নকক্ষে ঘুমাতে যান। 

শনিবার (২৯ এপ্রিল) সকাল ৬টার দিকে পরিবারের লোকজন শাহিদাকে ঘুম থেকে উঠতে না দেখে তাকে ডাকাডাকি করেন। সে সারা না দিলে স্বজনরা ঘরের দরজা ভেঙে দখতে পান শাহিদা গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সাথে ঝুলে আছে। পরিবারের লোকজন তাকে দ্রুত আড়া থেকে মেঝেতে নামালে দেখতে পান শাহিদা মারা গেছেন। 
 
গৌরীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মৃত্যুর বিষয়টি জানিয়ে বলেন, আমি ঘটনাস্থলে এসছি এবং পরিবারের লোকজনের সাথে কথা বলে বিষয়টি পারিবারিকভাব সমাধানের চেষ্টা করছি। 

এ ব্যাপার সাঁথিয়া থানার ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ বলেন, এ বিষয়ে থানায় অপমত্যু (ইউডি) মামলা হয়েছে।

টিএইচ