মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
The Daily Post

সাঁথিয়ায় কৃষকদের সিআইজি কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

সাঁথিয়ায় কৃষকদের সিআইজি কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত

পাবনার সাঁথিয়ায় ২০২২-২০২৩ অর্থবছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় উপজেলার ১০টি ইউনিয়নের ১০০টি কৃষকদলের মধ্যে প্রায় ১৫০জন কৃষকদের নিয়ে সিআইজি কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে শনিবার (১৫ এপ্রিল) জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সমাবেশে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে ও কৃষি সমপ্রসারণ কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন,  জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি। 

এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জিব কুমার গোস্বামী। আরও উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, উপজেলা আ.লীগের সভাপতি হাসান আলী খান, সাঁথিয়া প্রেস ক্লাব সভাপতি মানিক মিয়া রানা প্রমুখ।

টিএইচ