সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সাঁথিয়ায় শাশুড়ির বিরুদ্ধে ছেলের বউ-সন্তানকে নির্যাতনের অভিযোগ

পাবনা প্রতিনিধি

সাঁথিয়ায় শাশুড়ির বিরুদ্ধে ছেলের বউ-সন্তানকে নির্যাতনের অভিযোগ

পাবনা সাঁথিয়া উপজেলার গোপিনাথপুর গ্রামে শাশুড়ি শাহনাজের বিরুদ্ধে  ছেলের বউ বেনজির আক্তার ও ছয়মাসের শিশু নূরকে নির্যাতনের অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় গত রোববার সাঁথিয়া থানায় বাদী হয়ে মামলা করেছেন ভুক্তভোগী বেনজির আক্তার। বেনজির আক্তার পেশায় একজন সাবেক মেডিকেল এসিস্টেন্ট ও বর্তমানে গ্রামে একটি চিকিৎসায়ল রয়েছে তার। 

সরেজমিনে গিয়ে জানা গেছে , গত ১০মে বেনজির আক্তার তার চেম্বার শেষে বাসায় আসছিলো। হঠাৎ বাসার কাছে আসলে শাশুড়ি শাহনাজ মিথ্যাভাবে চিৎকার করে এবং বলে তোর কোথায় আছিস আমাকে বাঁচা।

কিছু লোকজন এসে বেনজিরকে বাশ এবং লোহার রড দিয়ে এলোপাথারি পিটাতে থাকে। এতে বেনজির মারাত্মক আহত হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় শিশু নূর মাথায় আঘাত পায়। 

এ সময় আশপাশের লোকজন বেনজিরের চিৎকারে এসে নূর ও তার মাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করে। সাঁথিয়া হাসপাতালের চিকিৎসকরা শিশুটির অবস্থার অবনতি দেখলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে রেফার্ট করে।

পাবনা জেনারেল হাসপাতালে অর্থপেডিক্স বিভাগে চিকিৎসকেরা নিবির তত্বাবধানে রেখেছে শিশুটিকে। মাথার রক্ত জমাটের বিষয়ে চিকিৎসকরা অপারেশনের জন্য ঢাকা নিওরোসায়েন্স হাসপাতালে নিয়ে যেতে বলেছে শিশুটিকে।

এ ব্যাপারে সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান আমরা এই ঘটনায় মামলা গ্রহণ করেছি। দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে। 

টিএইচ