সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও নাটোরে দাম চড়া

নাটোর প্রতিনিধি

সাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও নাটোরে দাম চড়া

নাটোরের বাজারগুলোতে ইলিশের ব্যাপক আমদানি কিন্তু ইলিশের কেনো এত দাম তা ক্রেতারা বুঝে উঠতে পারছে না। ক্রেতারা বলছেন, যে ইলিশ মাছ পদ্মা নদী ও সাগরে প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠে। 

যার জন্য কোন জমি লিজ নেয়ার প্রয়োজন পড়ে না, কোন প্রকারের ওষুধ, সার, চুন এমনকি দ্রুত বেড়ে উঠার জন্য হরমোনও প্রয়োগ করতে হয় না তার দাম এতো বেশি হবে কেন? নাটোরে ইলিশের দাম নিয়ে যেনো প্রশাসনেরও কোন মাথাব্যাথা নেই। তৎপরতাও নেই ভোক্তা অধিকার সংরক্ষণের মতো সংগঠনেরও। 

এরকম পরিস্থিতিতে ইলিশের দাম নিয়ে ক্রেতারা হিমশিম খেয়ে যাচ্ছে। তাদের কথা বছরের এই সময়টাতে সাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার কারণে একটু কম দামে ইলিশ কেনার সুযোগ হয়। কিন্তু এবছর ইলিশের দাম কমছেই না। 

আবার ইলিশ মাছের কোনরুপ বাজার তদারকি না থাকার কারণে সাগর/নদীর ইলিশ বা সার্ডিন সবধরনের ইলিশ মাছই নাটোর বাজারে বরিশালের পদ্মার ইলিশ নামে বিক্রি করে ইলিশ বিক্রেতারা। আর এভাবে প্রতারিত হচ্ছে সাধারণ ইলিশ মাছ ক্রেতারা।  

নাটোরের নীচা বাজার, মাদ্রাসা মোড় বাজার ও স্টেশন বাজার ঘুরে দেখা যায় বাজারগুলোতে ইলিশের ব্যাপক আমদানি। বাজারের মাছ বিক্রির নির্দিষ্ট জায়গা ছাড়াও বাজারের প্রবেশ পথে থরে থরে সাজানো ইলিশ মাছের বাক্স নিয়ে পসরা বসিয়েছে মাছ বিক্রেতারা। সেখানে জাটকা বিক্রি হচ্ছে ৫শ থেকে সাড়ে ৫শ টাকা কেজি দরে। 

আধা কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৮শ টাকা কেজি দরে। ৭শ থেকে ৮শ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১২শ টাকা কেজি দরে আর ১ কেজি ওজনের বেশি হলেই ১৫শ টাকা থেকে ১৮শ টাকা কেজি দরে ইলিশ মাছ বিক্রি হচ্ছে। যা লাগামছাড়া। অন্তত প্রতি আকারের ওজনে কমপক্ষে ২শ টাকা থেকে ৭শ টাকা কেজি প্রতি অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে ইলিশ। 

বেসরকারি স্কুলশিক্ষক নজরুল ইসলাম জানান, নাটোরের বাজারে যে ইলিশ মাছ পাওয়া যায় তার কোনটা যে সাগরের বা নদীর বা সার্ডিন তা বোঝার উপায় নাই। সবধরনের ইলিশই বরিশালের পদ্মার ইলিশ বলে বিক্রি হয়। এখানে প্রশাসনের তদারকি বাড়ানো উচিৎ।

টিএইচ