রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সাঘাটায় জাপার সহস্রাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

সাঘাটায় জাপার সহস্রাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান

গাইবান্ধার সাঘাটা উপজেলা কামালের পাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হারুন অর-রশিদ ও সাধারণ সম্পাদক আশরাফুল আলমের  নেতৃত্বে জাতীয় পার্টির সহস্রাধিক নেতাকর্মী আ.লীগের যোগদান করেছেন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের গজারিয়া ঈদগাঁ মাঠে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি মাহমুদ হাসান রিপন। বিশেষ অতিথি ছিলেন জেলা উপজেলা আ.লীগের সহসভাপতি আনোয়ারুল ইসলাম, সাঘাটা উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. শামসিল আরেফিন টিটু। 

কামালের পাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল কদ্দুসের সভাপতিত্বে যোগদান বক্তব্য রাখেন কামালেরপাড়া ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার, নব যোগদানকারী হারুন অর রশিদ ও আশরাফুলসহ আরও অনেকে। প্রধান অতিথি মাহমুদ হাসান রিপন এমপি জাতীয় পার্টির নেতা কর্মীদের হাতে ফুলেল নৌকা প্রতীক তুলে দিয়ে বরণ করেন। 

টিএইচ