বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সাজেক আগুন, রিসোর্ট ও বাড়ি-দোকান ভষ্মিভূত

রাঙ্গামাটি প্রতিনিধি

সাজেক আগুন, রিসোর্ট ও বাড়ি-দোকান ভষ্মিভূত

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকের কংলাক পাহাড়ে আগুন লেগে ২টা রিসোর্ট, একটা বাড়ি ও একটি দোকান সম্পুর্ণ পুড়ে গেছে।

বৃহস্পতিবার মধ্যরাতে সাজেকের মেঘছোয়া নামের রিসোর্ট থেকে আগুন লাগে এবং মুহুর্তেই আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা মো. আবু ছিদ্দিক।

তিনি আরো জানান, কংলাক পাহাড়ের মেঘছোয়া রিসোর্টের পাশে স্থানীয়রা কাঠ পুড়িয়ে আগুন পোহানোর সময় সেখান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, রিসোর্ট-রেস্তোরা মালিক কর্মচারী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রিসোর্টে অবস্থানরত পর্যটকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়। আগুনে ২টা রিসোর্ট, একটা বাড়ি ও একটি দোকান সম্পুর্ণ পুড়ে গেছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সাজেক কটেজ মালিক সমিতির সহ সভাপতি চাইথুয়াং অং চৌধুরী জয় জানান, মেঘছোয়া রিসোর্ট থেকে আগুন লেগে পাশের ফড়িংগি রিসোর্ট, স্থানীয় ভূবন ত্রিপুরার বাড়ি ও একটি দোকান পুড়ে যায়। সেখান থেকে পর্যটকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বলে জানান তিনি। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিক জানা যায়নি।

টিএইচ