সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সাজেকে গোলাগুলিতে শিশু আহত

রাঙামাটি প্রতিনিধি

সাজেকে গোলাগুলিতে শিশু আহত

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নে দুটি আঞ্চলিক দলের গোলাগুলির ঘটনায় এক শিশু আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রোববার দুপুরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

জানা গেছে, গুলিতে আহত শিশুর নাম রোমিও ত্রিপুরা (৭)। সে শিয়ালদহলুই মৌজার প্রবেন ত্রিপুরার ছেলে। পেটে গুলি লাগায় আহত অবস্থায় শিশুটিকে চিকিৎসার জন্য সাজেকের কংলাকে নিয়ে আসা হচ্ছে।

সাজেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অতুলাল চাকমা ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরের দিকে আঞ্চলিক দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে সাত বছরে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে বলে জেনেছি।

বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আওয়াল চৌধুরী জানান, আমরা এ ধরণের কোনো ঘটনার খবর এখনও পাইনি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

টিএইচ