রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সাতকানিয়ায় ১৬ ইউপিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নিয়োগ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সাতকানিয়ায় ১৬ ইউপিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নিয়োগ

সাতকানিয়া উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধনের দায়িত্ব পালনে কর্মকর্তা নিয়োগ দিয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা ও জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রামের স্থানীয় সরকার শাখার স্মারকমূলে উপজেলা প্রশাসন এ নিয়োগ প্রদান করেন।

 ১৬টি ইউপিতে নিয়োগপ্রাপ্তরা হলেন— চরতী ইউনিয়নে উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, খাগরিয়া ইউনিয়নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসাইন, নলুয়া ইউনিয়নে উপজেলা সমবায় কর্মকর্তা আবু মুহাম্মদ হাবিব উল্যাহ্, কাঞ্চনা ইউনিয়নে উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মিজানুর রহমান, আমিলাইষ ইউনিয়নে ইউডিএফ বশির উদ্দিন আহমেদ, এওচিয়া ইউনিয়নে উপজেলা শিক্ষা কর্মকর্তা কৃষ্ণ লাল দেবনাথ, মাদার্শা ইউনিয়নে উপজেলা আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসাইন, ঢেমশা ইউনিয়নে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাং সামছুদ্দীন, পশ্চিম ঢেমশা ইউনিয়নে উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদীন, কেঁওচিয়া ইউনিয়নে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সবুজ কুমার দে, কালিয়াইশ ইউনিয়নে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কানেজা ফাতেমা মৌসুমী, ধর্মপুর ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ভাস্কর প্রসাদ চৌধুরী, বাজালিয়া ইউনিয়নে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনিসুল ইসলাম, পুরানগড় ইউনিয়নে প্রকল্প কর্মকর্তা (পজীপ) সঞ্জীব কুমার সরকার, সাতকানিয়া ইউনিয়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দীন ও সোনাকানিয়া ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিররুজ্জামান। 

বিষয়টি নিশ্চিত করে বুধবার (২৬ আগস্ট) সাতকানিয়া ইউএনও মিল্টন বিশ্বাস বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম স্বাভাবিক রাখতে ১৭টি ইউনিয়নের মধ্যে ১৬টি ইউনিয়নে উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাকে দায়িত্ব দয়া হয়েছে। ছদাহা ইউনিয়ন চেয়ারম্যান নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকায় তাকে দায়িত্ব থেকে সরানো হয়নি।

টিএইচ