শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১
The Daily Post

সাতক্ষীরার চার আসনে প্রার্থীদের শোডাউন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার চার আসনে প্রার্থীদের শোডাউন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আ.লীগ, জাতীয় পার্টি, বিকল্পধারা, জাসদ, তৃণমূল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোয়ন পাওয়া নেতারা ইতোমধ্যে নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন। দল মনোনীত প্রার্থীকে কাছে পেয়ে জাগ্রত এখন নির্বাচনী মাঠ। ফুলেল শুভেচ্ছায় প্রার্থী বরণে মেতে উঠেছেন নেতাকর্মীরা। 

গত মঙ্গলবার জেলার ৪টি সংসদীয় আসনে মনোনয়নপ্রাপ্তরা ফিরে আসলে সৃষ্টি হয় উৎসবমূখর পরিবেশ। জেলার মোড়ে মোড়ে প্রার্থীদের জানানো হয় শুভেচ্ছা ও অভিনন্দন। দেয়া হয় গণসংবর্ধনা। 

গত মঙ্গলবার দলীয় মনোনয়ন নিয়ে সাতক্ষীরা-১ আসনের আ.লীগের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন ও জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ দিদার বখত। এসময় নেতা-কর্মীদের মাঝে উৎসবের আবেশ লক্ষ্য করা যায়।

সাতক্ষীরা-২ (সদর) আসনে দলীয় মনোনয়ন নিয়ে ফিরেছেন আ.লীগের প্রার্থী আসাদুজ্জামান বাবু, তাকে পেয়ে সাতক্ষীরার সর্বস্থরের বীর মুক্তিযোদ্ধা, দলিয় নেতাকর্মী ও সাধারণ মানুষ আনান্দ উল্লাসে উচ্ছাসিত হয়ে পড়ে তারা তাকে বরন করে নেন। অপর  দিকে জাতীয় পার্টির আশরাফুজ্জামান আশুর পক্ষে ও আনান্দ মিছিল হয়। 

সাতক্ষীরা-৩ আসনে দলীয় মনোনয়ন নিয়ে নেতা-কর্মীদের মাঝে ফিরেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক। এসময় আশাশুনি ও দেবহাটা এলাকার মোড়ে মোড়ে ফুলেল শুভেচ্ছায় বরণ করে তাকে।

সাতক্ষীরা-৪ আসনে আ.লীগের দলীয় মনোনয়ন নিয়ে এলাকায় ফিরেছেন নৌকার প্রতীকের প্রার্থী এসএম আতাউল হক দোলন। এসময় তাকে বরণ করতে নেতাকর্মীদের ঢল নামে শ্যামনগরের  রাস্তায় রাস্তায়। 
 
টিএইচ