সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সাতক্ষীরার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জ ডিআইজি

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জ ডিআইজি

দুর্গোৎসব উপলক্ষ্যে সাতক্ষীরার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেছেন খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক পিপিএম বার। গত রোববার সন্ধ্যায় পুরাতন সাতক্ষীরা মায়েরবাড়ী পূজামন্দির পরিদর্শন শেষে জেলা মন্দির কমিটির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, সাতক্ষীরা থানার ওসি মো. মহিদুল ইসলামসহ জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা।

খুলনা রেঞ্জ ডিআইজি বলেন, মন্দিরে মন্দিরে সর্বসাধারণের নিরাপত্তার জন্য পুলিশের কয়েকটি টিম নিয়জিত থেকে নজরদারি অব্যহত রেখেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুর্গাউৎসব সুষ্ঠুভাবে শেষ করতে পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে।

টিএইচ