সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সাতক্ষীরার সাবেক দুই পুলিশ সুপারসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার সাবেক দুই পুলিশ সুপারসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, তৎকালিন সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর সার্কেল কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার তৎকালিন ওসি মো. ইনামুল হকসহ ২৭জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করা হয়েছে। 

গত সোমবার সাতক্ষীরার আমলি আদালত-১ এ মামলাটি করেন কালিগঞ্জ উপজেলার দক্ষিণ রঘুনাথপুর গ্রামের মফিজউদ্দিন সরদারের ছেলে মো. সিরাজুল ইসলাম। আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়াল মামলাটি তদন্ত সপেক্ষে এজাহার হিসেবে গণ্য করার জন্য সাতক্ষীরা সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। 

২০১৪ সালের ২৭ এপ্রিল সাতক্ষীরার কামালনগরে একটি মেসে তৎকালিন ছাত্র শিবিরের শহর সেক্রেটারি আমিনুর রহমানকে হত্যাসহ আরও ৭ জনকে গুলি করার অভিযোগে এ মামলাটি তিনি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৭ এপ্রিল শহরের কামালনগরের একটি মেসে পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সাতক্ষীরা সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার ওসি মো. ইনামুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনার নামে তৎকালিন ছাত্র শিবিরের শহর সেক্রেটারি আমিনুর রহমানকে গুলি করে হত্যা করে। এ সময় মেসে থাকা আরও ৭ জনের শরীরের বিভিন্ন স্থানে পুলিশ বন্দুক ঠেকিয়ে গুলি করে।

বাদী পক্ষের আইনজীবী অ্যাড. এ.টি.এম বাসারাতুল্লাহ আওরঙ্গী বাবলা জানান, ওই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আসামিদের বিরুদ্ধে মামলা করা সম্ভব না হওয়ায় রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় মামলাটি করতে বিলম্ব হয়েছে। তিনি আরও জানান, এ মামলার সময় তার সহযোগী হিসেবে আরও উপস্থিত ছিলেন অ্যাড. হাফিজুর রহমান।

টিএইচ