সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৪ বোতল এলএসডিসহ মো. ইছাহাক নামে একজনকে আটক করা হয়েছে। সে কলারোয়া থানার কেড়াগাছি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। গত মঙ্গলবার রাতে সাতক্ষীরার কলারোয়া থানার কাকডাঙ্গা সীমান্তের কেড়াগাছি নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত মঙ্গলবার রাতে কলারোয়ার কাকডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আবু তাহের পাটোয়ারির নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ২ আরবি হতে কলারোয়া থানাধীন কেড়াগাছি নামক স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
ওই অভিযান পরিচালনাকালে টহলদল ভারত হতে বাংলাদেশে পাচারকালে ৪ বোতল (প্রতি বোতল ৫০ এমএল) ভারতীয় এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড) মাদকসহ তকে আটক করে।
বিজিবি আরো জানায়, আটক মাদক এবং আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কলারোয়া থানায় মামলা করা হয়েছে, যার মামলা নম্বর-৩৩। সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক ঘটনার বিষয়টি জানিয়েছেন।
টিএইচ