রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

মাটিবহনকারি ট্রাকের ধাক্কায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সাতক্ষীরা-খুলনা মহাসড়ক সাতক্ষীরার বিনেরপোতা মেঘনা মোড়ে অ্যাড. আব্দুর রহমান কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোর জেলার ঝিকরগাছা থানার কীর্তিপুর গ্রামের আকবর গাজীর ছেলে মোটরসাইকেল চালক আরিজুল গাজী, যাত্রী সাতক্ষীরার তালা উপজেলার জেঠুযা গ্রামের সামছুর রহমান ফকিরের ছেলে আসাদুল ইসলাম ফকির ও একই উপজেলার সুজন সাহা গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম।

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি গ্রামের সখিনা খাতুন জানান, তার জামাতা আজিজুর রহমান কয়েকবছর যাবৎ তাদের বাড়িতে থেকে ভাড়ায় চালি মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে সে তালা উপাজেলার আসাদুল ফকির ও আব্দুস সেলিমকে সাতক্ষীরা সদর হাসপাতাল মোড় থেকে যাত্রী হিসেবে নিয়ে মোটরসাইকেলে তালায় যাচ্ছিল।

পথিমধ্যে সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সাতক্ষীরার বিনেরপোতার নিকটবর্তী মেঘনা মোড়ে অ্যাড. আব্দুর রহমান কলেজের সামনে সাতক্ষীরাগামী একটি মাটিবহনকারী ট্রাক (ইসিআর) আজিজুরের মোটরসাইকেলের সামনে ধাক্কা মারে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় আজিজুর ও দুই যাত্রী।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক বিশ্বজিৎ সরকার জানান, ফায়ার সিভিল ডিফেন্সের সদস্য ও পুলিশ ওই তিন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা যায়নি।

টিএইচ