সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সাতক্ষীরায় সড়কে প্রশাসনের টহল

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় সড়কে প্রশাসনের  টহল

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতসহ বিরোধী জোটের দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে সাতক্ষীরায় ব্যাপক নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন। সকাল থেকে জেলা প্রশাসনের কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও র্যাবের সদস্যরা ভোমরা স্থল বন্দরসহ শহরের বিভিন্নস্থান পরিদর্শন করে।

সাতক্ষীরা জেলা প্রশাসনের মিডিয়া সেলের পক্ষে সহকারী কমিশনার সজীব তালুকদার জানান, সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমনা আইরিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি ও পলাশ আহমেদ, জেলা পুলিশ, বিজিবি এবং র্যাব সমন্বয়ে গঠিত একটি দল সাতক্ষীরা জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সাতক্ষীরা শহর ও ভোমরা স্থল বন্দর অভিমুখে অভিযান পরিচালনা করে।

এ সময় জেলা প্রশাসকের কার্যালয়, সংগীতা মোড়, ইটাগাছা মোড়, আলীপুর, ভোমরা বন্দর, মেডিকেল মোড়, বাইপাস, লাবসা মোড়, কদমতলা বাজার, খুলনা রোড় মোড় পরিদর্শন করা হয়। জেলার প্রধান সড়কগুলোতে কোনো বাধা বা প্রতিবন্ধকতা ছাড়াই ট্রাক ও পণ্যবাহী যানবাহনসহ অন্য যানবাহন চলাচল নিরবচ্ছিন্ন রয়েছে এবং যানজট বা বিলম্বের কোনো খবর নেই। 

টিএইচ