বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

সাদুল্লাপুরে ইউনিয়ন বিএনপির কাউন্সিলে আ.লীগের ভোটার

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুরে ইউনিয়ন বিএনপির কাউন্সিলে আ.লীগের ভোটার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠানের লক্ষ্যে তপশিল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগসহ পারিবারিক ও গোষ্ঠীগত কাউন্সিলর (ভোটার) বানানোর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) ভাতগ্রামের পচার বাজারে এই কর্মসূচি পালন করেছে ইউনিয়ন বিএনপির সাবেক নেতা ও কারা নির্যাতিতসহ অনেকে। এতে প্রায় ২ শতাধিক স্থানীয় বিএনপির নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রোস্তম আলী, সাদেকুল ইসলাম সাদেক, সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক, সাবেক সহসাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, বর্তমান যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, আবুল কালাম আজাদ, শাহারুল ইসলাম, সদস্য বাবলু সরকার, আব্দুর রশিদসহ অনেকে।

বক্তারা বলেন, ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে তপশিল ঘোষণা করা হয়েছে। এরই লক্ষ্যে ইউনিয়নের আহ্বায়ক তার পরিবারের একাধিক ব্যক্তি ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোক নিয়ে কাউন্সিলর (ভোটার) তৈরি করেছেন। এতে কতিপয় ব্যক্তি তাদের স্বার্থ হাসিলের চেষ্টা ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তাই অবিলম্বে ঘোষিত তপশিল বাতিলসহ নতুন করে কাউন্সিলর (ভোটার) বানানোর দাবি জানান বক্তারা।

টিএইচ