গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাটে ১৮ ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক শাহনাজ বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে এলাকাবাসী তাকে বাড়িতে অবরুদ্ধ করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে গুলের কৌটার মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৮ ইয়াবাসহ শাহনাজ পারভীনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার নারী মাদক ব্যবসায়ী মোংলাপাড়া গ্রামের আজিজার রহমানের স্ত্রী শাহনাজ পারভীন।
এলাকাবাসীরা জানায় সাবেক ইউপি সদস্য শাহনাজ পারভীন দীর্ঘদিন থেকে মাদক বিক্রিসহ অসামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত আছেন।
সমপ্রতি সময়ে সে মহিলা দলের ধাপেরহাট ইউনিয়ন সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নিয়ে বেপরোয়া হয়ে উঠে এলাকায় নিজ বাড়িতে মাদকের রমরমা ব্যবসা শুরু করে। বিষয়টি এলাকাবাসীর নিকট সন্দেহজনক হওয়ায় তারা গত রাতে তাকে হাতেনাতে আটক করে।
এ বিষয়ে ইউনিয়ন বিএনপির একাধিক নেতাকর্মীরা বলেন, আমাদেরকে না জানিয়ে শাহনাজ পারভীন গোপনে ইউনিয়ন কমিটি করে নিয়ে এসেছে। দলীয় কর্মকাণ্ডের সঙ্গে তেমন সরব উপস্থিতি নেই তার। অপরাধীদের কোন দল নেই, তাদের পরিচয় তারা অপরাধী। প্রচলিত আইনে তাদের শাস্তি হওয়া উচিত। আমরা বিষয়টি উপরস্থ নেতাদের অবগত করেছি।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম ও তদন্ত কর্মকর্তা এসআই হিরোক কুমার বলেন, তাকে মাদক মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন বলেন, মাদক নির্মূলে আমাদেও অভিযান অব্যহত রয়েছে। এ বিষয়ে মহিলাদলের উপজেলা সভাপতি রিতু আলম বলেন, বিষয়টি আমি জেনেছি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
টিএইচ