সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সান্তাহারে পানিতে ডুবে মাদকসেবীর মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

সান্তাহারে পানিতে ডুবে মাদকসেবীর মৃত্যু

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে পুকুরের পানিতে ডুবে মোজাহার হোসেন (৬২) নামের এক মাদকসেবী মারা গেছেন । গত সোমবার রাতে সান্তাহার পৌরসভার মালশন মহল্লায় এ ঘটনা ঘটে। মোজাহার হোসেন ওই মহল্লার মৃত অহির উদ্দীনের ছেলে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মোজাহার হোসেন প্রতিদিন বাংলা মদ সেবন করেন। গত সোমবার সে সান্তাহার শহর থেকে অতিরিক্ত মদ সেবন করে বাড়ি ফেরেন। নেশাগ্রস্ত অবস্থায় সে বাড়ির পাশে পুকুর পাড়ে বসেছিলেন। 

পুকুর পাড়ে বসে থাকা অবস্থায় নিজেকে সামাল দিতে না পেরে এক সময় পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । 

সান্তাহার পৌর কাউন্সিলর জার্জিস আলম রতন মোজাহার হোসেনের অতিরিক্ত মদ সেবন করে মারা যাওয়ার বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেদোয়ানুর রহিম বলেন, খবর  পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। 

এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।

টিএইচ