বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সান্তাহারে মাদক সেবনের দায়ে দুজনের জেলজরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সান্তাহারে মাদক সেবনের দায়ে দুজনের জেলজরিমানা

আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় গাঁজা সেবনের অপরাধে দুইজনের জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) তাদের ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০টাকা করে জরিমানার আদেশ দেন নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টুকটুক তালুকদার। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বৃদ্ধবাসি গ্রামের আব্দুল জলিলের ছেলে ফারুক হোসেন (২৮) ও দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাতলা কেশবপুর গ্রামের মশিউর রহমানের ছেলে শাওন হোসেন ( ২৫)।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে উল্লেখিত দুইজনকে আটক করেন রেলওয়ে থানা পুলিশ। এরপর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানার আদেশ প্রদান করেন।

টিএইচ