কক্সবাজার প্রেস ক্লাবের স্থায়ী সদস্য নিউএজ এবং রয়টার্সের প্রতিনিধি মুহম্মদ নুরুল ইসলাম বলেন, নব্য দোসরদের কারণে সাংবাদিকরা প্রেস ক্লাবের সদস্য পদ পাচ্ছে না। কক্সবাজার প্রেস ক্লাবের স্বার্থরক্ষা করার জন্য, বঞ্চিত সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য এগিয়ে আসতে হবে।
গত বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে বলেন, কিছু তাবেদার, বর্ণচোরা, মেরুদণ্ডহীন সাংবাদিকদের সমর্থন নিয়ে প্রেস ক্লাবের গঠনতন্ত্র সংশোধনের নামে ক্লাবকে পৈত্রিক তালুকে পরিণত করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কক্সবাজার প্রেস ক্লাবের বর্তমান কার্যকরী কমিটি জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের ফসল। রক্তাক্ত পথ পাড়ি দিয়ে আমরা দায়িত্ব নেয়ার পরে আবারও সেই পুরোনো শকুনেরা উড়ে বেড়াচ্ছে প্রেস ক্লাবের আকাশে।
ক্লাবের গঠনতন্ত্র সংশোধন করার জন্য অক্টোবর মাসে অনুষ্ঠিত মাসিক সভায় আমাকে আহ্বায়ক করে গঠনতন্ত্র সংশোধনী কমিটি গঠন করা হয়। গঠনতন্ত্র সংশোধনী কমিটির কোনো মিটিং আয়োজন না করে ক্লাবের কমিটি গঠনতন্ত্রের নিয়মনীতিকে পদদলিত করে তল্পিবাহকদের সমর্থন নিয়ে গঠনতন্ত্রকে সংশোধন করে ক্লাবকে পৈত্রিক তালুকে পরিণত করা হচ্ছে। যা অগঠনতান্ত্রিক।
প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নতুন সদস্য পদ পেতে হলে দরখাস্ত করতে হবে। গঠনতন্ত্রের ধারা অনুযায়ী সে সব দরখাস্ত যাচাই-বাছাই করার জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটি পূর্ণাঙ্গভাবে যাচাই-বাছাই করার মাধ্যমে কার্যকরী পরিষদের সাংবাদিকদের তালিকা জমা দেবেন। কার্যকরী পরিষদের দায়িত্ব সে সব সদস্যদের সদস্য পদ দেয়া।
নতুন করে আবার যাচাই-বাছাই করার দরকার নাই। সংবাদ সম্মেলনে ইলেকট্রনিকস, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
টিএইচ