শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
The Daily Post

সাবেক মন্ত্রী শাজাহান খানের চাচাতো ভাই গ্রেপ্তার

রংপুর ব্যুরো

সাবেক মন্ত্রী শাজাহান খানের চাচাতো ভাই গ্রেপ্তার

আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানের চাচাতো ভাই পাভেরুল রহমান শফিক খানকে রংপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) নগরীর নুরপুর এলাকায় তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

দুপুরে বিষয়টি জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান। গ্রেপ্তার পাভেরুল রহমান শফিক খান মাদারীপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক। তার নামে মাদারীপুর সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী হওয়া একাধিক মামলা রয়েছে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, মাদারীপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক পাভেরুল রহমান শফিক খানের নামে মাদারীপুর সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী হওয়া একাধিক মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত অন্য বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

টিএইচ