বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১
The Daily Post

সামেক হাসপাতালে ডায়ালাইসিস সেবা অব্যাহত রাখতে দ্রুত ব্যবস্থার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

সাতক্ষীরা প্রতিনিধি

সামেক হাসপাতালে ডায়ালাইসিস সেবা অব্যাহত রাখতে দ্রুত ব্যবস্থার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাসিস মেশিন নষ্ট হওয়ায় মৃত্যু ঝুঁকিতে শতাধিক কিডনি রোগী। এ সংক্রান্ত একটি খবর গত বুধবার বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ হলে সকাল থেকে সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সদর আসনের এমপি আশরাফুজ্জামান আশু, সংরক্ষিত নারী আসনের এমপি লায়লা পারভীন সেঁজুতিসহ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তির পক্ষ থেকে সমস্যা সমাধানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করেন। 

সংরক্ষিত নারী আসনের এমপি লায়লা পারভীন সেঁজুতি স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমস্যা সমাধানে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এব্যাপারে এমপি লায়লা পারভীন সেঁজুতি মন্ত্রীকে একটি ডিও লেটারও প্রদান করেন। মন্ত্রী নিজেই এ ব্যাপারে খোঁজখবর নেন এবং দ্রুত সমস্যা সমাধানের বিষয়ে আশ্বস্থ্য করেন।

মাত্র দুটি মেশিন সচল আছে। মেশিন স্বল্পতা ও রোগীর চাপের কারণে দুটি সেশনের ৪ ঘণ্টা করে সপ্তাহে ৮ ঘণ্টা করে সেবা দেয়া হয়। তারপরও দেয়া হয় ৫ থেকে ৬ ঘণ্টা। 

এমতাবস্থায় গত বৃহস্পতিবার  সরজমিনে গিয়ে জানা যায়, সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতাল থেকে মোবাইল ফোনে জানানো হয়েছিল গত  বুধবার থেকে সপ্তাহে একবার কিডনি আক্রান্ত রোগিদের ডায়ালাসিস করানো হবে। 

এব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালের পরিচালক ডাক্তার শীতল চৌধুরী জানান, অদক্ষ ব্যক্তি দ্বারা মেশিন পরিচালনা করায় সব মেশিন নষ্ট হয়ে গেছে। 

 আমাদের মোট ডায়ালাইসিস মেশিন ১৯টি যার মধ্যে বর্তমানে তিনটি সচল আছে। নষ্ট মেশিনগুলো মেরামত প্রক্রিয়া কোন পর্যায়ে জানতে চাইলে তিনি জানান, এটাতো দীর্ঘ প্রসেসের ব্যাপার মন্ত্রণালয়ে জানানো হয়েছে। মেরামতের জন্য কয়েক দফায় টেকনিশিয়ানও এসেছে কিন্তু খুচরা যন্ত্রাংশ না পাওয়া যাওয়ায় ঠিক করা সম্ভব হচ্ছে না। তবে দ্রুত মেরামত করার চেষ্টা করছি। 

সংশ্লিষ্ট একাধিক ডাক্তার নার্স জানান প্রতিটি মেশিনের বয়স ১৪/১৫ বছর। প্রতিটির মেয়াদ উত্তীর্ন যে কারণে মেরামতে ভাল কোন রেজাল্ট আসবে বলে তারা মনে করেন না। তারা মনে করেন মেরামতের নামে লাভবান হবেন সরবরাহকারী ও মেরামতকারী প্রতিষ্ঠান। অপচয় হবে সরকারের লাখ লাখ টাকা। যে কারণে তারা মনে করেন, উন্নত কোন দেশের উন্নত মানের প্রয়োজনীয় মেশিনগুলি দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করতে পারলে ভাল হয়। 

তারা আরও বলেন, সংশ্লিষ্ট দুর্নীতিগ্রস্তরা মুখিয়ে আছে মেরামতের অনুমতি পেলেই মেরামতকারী প্রতিষ্ঠানের সঙ্গে দর কষাকষি শুরু হবে, যে কারণে নতুন মেশিন কেনার পক্ষে মতামত জানান তারা। 

এব্যাপারে সংরক্ষিত নারী আসনের এমপি লায়লা পারভীন সেঁজুতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের চিকিৎসা সেবার মানউন্নয়নে যে উদ্যোগ নিয়েছেন তার দৃষ্টান্ত স্থাপন করেছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতাল থেকে সাধারণ মানুষ যাতে সর্বোচ্চ চিকিৎসা সেবা পেতে পারে সে ব্যাপারে সবধরনের উদ্যোগ নেয়া হবে।
 
সামপ্রতিক সময়ে ডায়ালেসিস মেশিনগুলো নষ্ট হওয়াসহ যেসব সমস্যা সৃষ্টি হয়েছে সেগুলো আমরা সাতক্ষীরার ৫ জন এমপিসহ জেলা আ.লীগ নেতারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সম্মিলিতভাবে সমাধান করবে বলে জানান তিনি।

টিএইচ