সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সারা দেশে গণহত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে গণহত্যা দিবস পালিত

২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে সোমবার (২৫ মার্চ) সারা দেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

চুয়াডাঙ্গা: দিবসটি উদযাপনের অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য  মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান (পিপিএম সেবা), জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, চুয়াডাঙ্গা পৌরমেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মালিক ও আবু হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা। আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সী আবু সাইফ।

কুষ্টিয়া : স্থানীয় প্রশাসনের উদ্যোগে জেলা কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক মঞ্চে আলোচনা সভা, জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র প্রদর্শন ও সকল ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধারা এবং জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

পঞ্চগড়: পঞ্চগড় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে গণহত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে পঞ্চগড় জেলা পরিষদ সংলগ্ন বধ্যভূমিতে পুনাকের সভানেত্রী মনিরা আকতার ইয়াসমিন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় পুনাক পঞ্চগড়ের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা প্রশাসন আয়োজিত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন উম্মে সালমা তানজিয়া, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ। বিশেষ অতিথি ছিলেন মো. শাহ আবিদ হোসেন বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, ইউসুফ খান পাঠান, চেয়ারম্যান জেলা পরিষদ, ময়মনসিংহ, মাছুম আহাম্মদ ভূঞা বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

খাগড়াছড়ি: মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী। এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৌমেন চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী, মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরীফ, মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশ্রাফুল আলম সিরাজী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. শাহ জাহান, মাটিরাঙ্গা উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. শাহ আলম, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.আবুল হাসেমসহ মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, শিক্ষক, সংবাদ কর্মী, সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।

মধুপুর (টাঙ্গাইল): উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দীয় স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ ও উপজেলা পরিষদের হলরুমে ইউএনও জোবায়ের হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, থানা ওসি মোল্লা আজিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন প্রমুখ।

তালা (সাতক্ষীরা): উপজেলা প্রশাসনের আয়োজনে জালালপুর মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে, পার কুমিরা বধ্যভূমিতে ও হরিণখোলা বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম প্রমুখ। 
এছাড়া দিবসটি উপলক্ষে গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে তালা শিল্পকলা একাডেমি হলরুমে এক আলোচনা সভা, গণহত্যা উপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত প্রার্থনা করা হয়।

ধামইরহাট (নওগাঁ): উপজেলা প্রশাসন ধামইরহাটের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। অন্যদের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, প্রাণিসম্পদক কর্মকর্তা ডা. মো. ফরহাদ হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের প্রমুখ।

দীঘিনালা (খাগড়াছড়ি): উপজেলা প্রশাসনের আয়োজনে সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম। বিশেষ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসনাত খাঁন, থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. নুরুল হক, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. এনামুল হক, সাংবাদিক এম মহাসিন মিয়া, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সম্পাদক কামরুজ্জামান প্রমুখ। এছাড়াও এসময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ধর্মপাশা (সুনামগঞ্জ): উপজেলা পরিষদের সমনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও উপজেলা  সম্মেলন কক্ষে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীনের সভাপতিত্ব করেন এবং পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুল কবির। অন্যদের মধ্যে বক্তব্য দেন,  উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা কালা মিয়া প্রমুখ। আন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, উপজেলা প্রকৌশলী মো. শাহাবুদ্দিন, প্রাথকিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস, সমাজসেবা অফিসার গিয়াস উদ্দিন, প্রাণিসম্পদ অফিসার ডা. উৎপল কুমার সরকার।

থানচি (বান্দরবান): উপজেলা মিলনায়তন সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, থানচি থানা এসআই মো. আলমগীর, মেডিকেল অফিসার মেহেনাজ ফাতেমা, উপজেলা শিক্ষা সহকারী অফিসার মো. নিজাম উদ্দিন প্রমুখ। এছাড়া সরকারি দফতরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, এনজিও কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শালিখা (মাগুরা) : শালিকা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার  সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শালিকা উপজেলা নির্বাহী অফিসার হরে কৃষ্ণ অধিকারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী ভূমি কমিশনার উম্মে তাহমিনা আক্তার মিতু উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার  মাস্টার, আ.লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমান। 

নাগরপুর (টাঙ্গাইল): উপজেলার বনগ্রাম গণকবরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারসহ গ্রামবাসীর পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি দোয়া করা হয়। পুস্পস্তবক অর্পণ ও দোয়ার সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান, নাগরপুর থানা ওসি এইচ এম জসিম উদ্দিন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা, বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান ফজলুসহ গণ্যমান্য ব্যক্তিরা। 

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পাকুন্দিয়া পৌরমেয়র নজরুল ইসলাম আকন্দ, ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, পাকুন্দিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু প্রমুখ উপস্থিত ছিলেন। 

কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) : দিবসটি পালনে আলোচনা সভা, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা ও রাত ১১ টায় থেকে ১১টা ১ মিনিট পর্যন্ত প্রতীকী ব্ল্যাক-আউট অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক অ্যাড. মো. রাশেদুল কাওসার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন, কসবা পৌরমেয়র ও উপজেলা আ.লীগ সিনিয়র সহ-সভাপতি মো. গোলাম হাক্কানী, কসবা থানার ওসি (তদন্ত) মো. আব্দুল বাসেত, কসবা প্রেস ক্লাব সভাপতি মো. সোলেমান খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কসবা প্রেস ক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা।

গঙ্গাচড়া (রংপুর): উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউএনওর নাহিদ তামান্নার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, স্বগত বক্তব্য রাখেন  সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা প্রমুখ। এসময়  বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী  এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

মোল্লাহাট (বাগেরহাট): উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভা.প্রা.) তাহমিনা সুলতানা নীলা। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মো. সেলিম মোল্লা ও রুবিয়া বেগম। আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, উপজেলা প্রকৌশলী মো. শওকাত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আ. সালাম, নির্বাচন কর্মকর্তা মো. ইসহাক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) মো. মোস্তাফিজুর রহমান বিশ্বাস প্রমুখ।

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, থানার ওসি তারেকুর রহমান সরকার, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, সাংবাদিক একেএম জিলানী, বীরমুক্তিযোদ্ধা মোসারফ হোসেন ও বেলাল হোসেন। এছাড়াও কৃষি অফিসার সলেহ্ আকরাম, এলজিইডি কর্মকর্তা শাহীনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতোসহ, বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন পল্লী উন্নয়ন  কর্মকর্তা হারুন অর রশিদ। 

চারঘাট (রাজশাহী): উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাস, উপজেলা শিক্ষা মাধ্যমিক কর্মকর্তা সোহেল হোসেন, নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-২ ডিজিএম রঞ্জন কুমার সরকার, জেলা আ.লীগের সাবেক দপ্তর সম্পাদক মাজদার রহমান ও চারঘাট মডেল থানার উপ-পরিদর্শক হারুন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান।

আগৈলঝাড়া (বরিশাল): উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে গণহত্যা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, উপজেলা আ.লীগ সভাপতি সুণীল কুমার বাড়ৈ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, উপজেলা আইসিটি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আয়শা খাতুনসহ প্রমুখ। 

টিএইচ