সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সালথায় গৃহবধূর আত্মহত্যা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি 

সালথায় গৃহবধূর আত্মহত্যা

ফরিদপুরের সালথায় প্রেম করে বিয়ের ৩ মাস যেতে না যেতেই মোছা. তানিয়া বেগম (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গতকল শুক্রবার উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোছা. তানিয়া বেগম ওই গ্রামের ইয়াছিন মাতুব্বর স্ত্রী। 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তিন মাস ২০ দিন আগে প্রেমের সম্পর্কে তানিয়ার বিয়ে হয় ইয়াছিন মাতুব্বরের সাথে। মধ্যে মধ্যে স্বামীর সাথে ঝগড়া হতো তানিয়ার। মোবাইলে কথা বলা নিয়ে শুক্রবার (১৮ আগস্ট) সকালে তার স্বামীর সাথে মনো-মালিন্যে হয়। 

এসময় কেউ বাড়িতে না থাকায় এরই জের ধরে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ঘরের আড়ার সাথে তার ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায় তার শ্বাশুড়ি মোছা. ইতি বেগম। 

পরে স্থানীয় লোকজনের সহায়তায় সালথা থানা পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃত্যের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

সালথা থানার এসআই সৈয়দ আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

টিএইচ