শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

সালথায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

সালথা (ফরিদপুর) প্রতিনিধি 

সালথায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

পড়ালেখার ইতি টেনে জীবিকার তাগিদে কয়েক বছর আগে ঢাকায় একটি ওষুধ কোম্পানীর চাকরিতে যোগ দেন শাহ আলম (২৫)। বছর খানেক আগে করেন বিয়ে। তার স্ত্রী বর্তমানে ৮ মাসের অন্তসত্তা। কিন্তু ডেঙ্গু জ্বরের ভয়ানক থাবায় অকালে পরপারে পাড়ি জমাতে হলো তাকে। 

শাহ আলম ফরিদপুরের সালথা উপজেলা সদরের কাউলীকান্দা গ্রামের ব্যবসায়ী মো. সিরাজ মাতুব্বরের ছেলে। সোমবার (২১ আগস্ট) ভোরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। দুই ভাইয়ের মধ্যে শাহ আলম ছিল ছোট। তার পরিবারের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে। 

শাহ আলমের সম্বন্ধী (স্ত্রীর বড় ভাই) এনায়েত খান জানান, শাহ আলমের সঙ্গে এক বছর আগে আমার বোনের বিয়ে দেই। গত ১৫ আগস্ট উপলক্ষে ছুটিতে বাড়িতে আসে। সেখান থেকে গত বুধবার গর্ভবতী স্ত্রীকে দেখতে আমাদের রাজবাড়ীর বাড়িতে বেড়াতে আসে। 

গত বৃহস্পতিবার রাতে সে স্বাভাবিক জ্বরে আক্রান্ত হন। প্রথমে জ্বুরের ওষুধ খাওয়ানো হয়। এতে কোন উন্নত না হওয়ায় শুক্রবার তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষার পর তার ডেঙ্গু জ্বর ধরা পড়ে। 

তিনি আরও বলেন, রাজবাড়ী হাসপাতালে শাহ আলমের অবস্থার অবনতি হলে গত রোববার রাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (২১ আগস্ট) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক বলেন, আমাদের হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শাহ আলম নামে কেউ মারা গেছে কি না, সে তথ্য এখনো পাইনি। তবে বর্তমানে হাসপাতালে ১০৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

টিএইচ