বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সালথায় দাবদাহে পাটের ব্যাপক ক্ষতির আশঙ্কা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথায় দাবদাহে পাটের ব্যাপক ক্ষতির আশঙ্কা

প্রচণ্ড দাবদাহে সোনালি আঁশ পাট ও ধান টিকিয়ে রাখতে অনবরত জমিতে সেচ দিচ্ছেন কৃষক। প্রখর তাপে সেচের পর দুদিনেই শুকিয়ে যাচ্ছে ক্ষেত। তীব্র রোদ আর অসহনীয় গরমে হাঁসফাঁস করছে মানুষ। 

তাপমাত্রা বেশি হওয়ায় পাট গাছ বাড়ছে না তেমন। অপরদিকে যেসব ধানে ফুল আছে, এই রোদে সেসব ধানে চিটা হয়ে যাবে, তাই দুশ্চিন্তায় আছেন কৃষকরা।

ফরিদপুরের সালথায় প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে পাটসহ জমির বিভিন্ন ফসল শুকিয়ে যাচ্ছে। কোথাও কোথাও পানির অভাবে কৃষক ক্ষেতে সেচ দিতে পারছেন না। এতে আর্থিক ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তা আর দুর্ভোগে রয়েছেন কৃষকরা। শুধু পাট আবাদ নয়, বিভিন্ন জাতের সবজি চাষেও ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন তারা। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, পাট ও পেঁয়াজের জন্য বিখ্যাত ফরিদপুরের সালথা উপজেলা। চলতি মৌসুমে সালথায় এ পর্যন্ত ১২ হাজার ২০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ১২ হাজার ৩৫০ হেক্টর। বেশ কদিন ধরে প্রচণ্ড দাবদাহ ও রোদে জমির ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। 

চাষিরা জানান, প্রচণ্ড তাপে জমির ফসল জমিতেই শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আর কদিন খরা-দাবদাহ অব্যাহত থাকলে জমির পাটসহ বিভিন্ন সবজি একেবারেই নষ্ট হয়ে যাবে।

সালথা উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস জানান, এ বছর উপজেলায় ১২ হাজার ২০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। কিন্তু দাবদাহে পাটগাছ যেন শুকিয়ে না যায়, সেজন্য প্রচুর পরিমাণ সেচ দেয়ার পরামর্শ প্রদান করা হচ্ছে কৃষকদের। তবে বৃষ্টি হলে পাটের ক্ষতির সম্ভাবনা থাকবে না। অন্যান্য ফসলের ক্ষেত্রেও সেচ দেয়ার জন্য পরামর্শ প্রদান করা হচ্ছে।

টিএইচ