রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সালথায় বিএনপির ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি 

সালথায় বিএনপির ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলায় বিএনপির ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সালথা থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরকের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি পুলিশের। 

শুক্রবার (২৭ অক্টোবর) গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তাদের উপজেলা বিএনপি ১৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে সাংবাদিকদের জানান।

সিদ্দিকুর রহমানের দাবি, ঢাকায় বিএনপির মহাসমাবেশে যেতে আতঙ্ক সৃষ্টি করতে এ গণগ্রেপ্তার। এটা একটি দেশের গণতন্ত্রের জন্য বাধা ও অন্যায় বলে দাবি এ উপজেলা বিএনপির সভাপতির।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার পশ্চিম বিভাগদী এলাকার মোহাম্মদ রফিক মুন্সি (৪৫), মোহাম্মদ আবু জাফর (৪৩), মো. ওমর আলী (৪৫), পাঁচপাকিয়া এলাকার মো. মুরাদ হোসেন (৩৮), মো. হান্নান মাতুব্বরসহ উপজেলা বিএনপির ১৮ জন নেতাকর্মী। এদিকে উপজেলা বিএনপির কয়েকজন নেতা দাবি করেন, বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের বাড়িতেও পুলিশ তল্লাশি চালিয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে। 

সালথা থানার ওসি মো. শেখ সাদিকের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি। 

তবে সালথা থানার সেকেন্ড অফিসার এসআই পরিমল কুমার বিশ্বাস জানান, সালথা থানায় একটি বিস্ফোরক মামলায় তাদের যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তবে তারা বিএনপির নেতাকর্মী কি না তা তিনি জানাতে পারেননি। 

টিএইচ