বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সালথায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

সালথা (ফরিদপুর) প্রতিনিধি 

সালথায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

ফরিদপুরের সালথায় সাপের কামড়ে মিরাজ ঠাকুর নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত রোববার দিবাগত রাতে তিনি মারা যান। নিহত মিরাজ ঠাকুর উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামের বালিঘাটা এলাকার মৃত মকিম ঠাকুরের ছেলে। সে তিন কন্যা সন্তানের পিতা। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত রোববার রাতে মিরাজ ঠাকুর বাড়ি থেকে খারদিয়া আশ্রয়ণ কেন্দ্রে তার ভাই মুরাদ ঠাকুরের কাছে যাওয়ার সময় পাটের আইল থেকে সাপে কামড় দেয়। 

পরে পরিবারের লোকজন তাকে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী সাবিনা বেগম বলেন, হাসপাতালে যদি সাপের ভ্যাকসিন থাকতো তাহলে এভাবে আমার স্বামী মারা যেতো না। 

টিএইচ