সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী আজ

রাজবাড়ী প্রতিনিধি

সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী আজ

আধুনিক বাংলা গদ্য সাহিত্যের প্রথম মুসলিম রূপকার, ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক, কালজয়ী উপন্যাস বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৭তম জন্মবার্ষিকী আজ ১৩ নভেম্বর।

সাহিত্যিক মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া লাহিনীপাড়া জন্মগ্রহণ করেন। তার বাবা মীর মোয়াজ্জেম হোসেন ও মাতা দৌলতন নেছা। 

১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যুবরণ করেন তিনি। সেখানেই তাকে সমাহিত করা হয়। তার স্মৃতি রক্ষার্থে সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে পদমদীতে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র নির্মাণ করা হয়েছে।

বালিয়াকান্দি ইউএনও মো. হাসিবুল হাসান জানান, মীরের ১৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ১৩ নভেম্বর স্মৃতিকেন্দ্রে শ্রদ্ধাঞ্জলি ও সেমিনারের আয়োজন করেছে বাংলা একাডেমি। দিনব্যাপী এ অনুষ্ঠানে রাজবাড়ীর জেলা প্রশাসন ও বাংলা একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে, উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ, মীর মশাররফ হোসেন কলেজসহ স্থানীয় বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠন পদমদীতে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি হাতে নিয়েছে।

টিএইচ