বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

‘সাড়ে ১৪ বছর দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে’

বাগেরহাট প্রতিনিধি

‘সাড়ে ১৪ বছর দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে দেশে পদ্মা সেতু হয়েছে, আমরা মেট্রোরেল পেয়েছি, অ্যালিভেটেড এক্সপ্রেস হয়েছে। দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দিতে হবে। 

কেন্দ্রীয় আ.লীগ নেতা ও বাগেরহাট আসনের এমপি অ্যাড. আমিরুল আলম মিলন বলেছেন, গেল সাড়ে ১৪ বছর দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। 

শরণখোলা উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, শরণখোলা উপজেলা আ.লীগের সভাপতি আজমল হোসেন মুক্ত, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, মোরেলগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, আ.লীগ নেতা মেজবাহ উদ্দিন খোকন, শাহজাহান প্রমুখ।

সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারের জন্য আয়োজিত এই সভায়, আ.লীগ সরকারের আমলের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হয়। উপস্থিত নেতাকর্মীরা আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার আশ্বাস দেন। 

সভায় শরণখোলা ও মোরেলগঞ্জ আ.লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা কর্মীও অংশ নেন।

টিএইচ