বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সিংগাইরে গণপিটুনিতে চোরের মৃত্যু

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

সিংগাইরে গণপিটুনিতে চোরের মৃত্যু

মানিকগঞ্জের সিংগাইরে চুরি করতে গিয়ে জনতার হাতে ধরে খেয়ে মোক্তার মিয়া (৫০) নামের এক ব্যক্তির গণপিটুনিতে মৃত্যু হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার তালেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোক্তার মিয়া ওই এলাকার হযরত আলী ফকিরের ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মোক্তার মিয়া উপজেলার তালেবপুর ইউনিয়নের উত্তর কাংশা গ্রামের মুসা ও মালেকের সেচের মোটর চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়। পরে তিনি স্থানীয় জনতার গণপিটুনিতে গুরুতর আহত হলে এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

টিএইচ