মানিকগঞ্জের সিংগাইরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রোববার রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের হঠাৎপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, গাজিন্দা (হঠাৎপাড়া) গ্রামের মৃত হুমায়ুন কবিরের মেয়ে বিপাশা, শরীয়তপুরের গরিবের চরের সালাউদ্দিনের ছেলে মো. রাসেল, ময়মনসিংহের বিরই-দত্তের বাজারের মৃত আনসার আলীর মেয়ে নাজমা বেগম। সিংগাইর থানার ওসি জেএম তৌফিক আজম সোমবার (৭ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানান, এসআই পার্থ শেখর ঘোষ সঙ্গীয় অফিসারসহ গোপন সংবাদের ভিত্তিতে ধল্লা ইউনিয়নের গাজিন্দা হঠাৎপাড়া আসামি বিপাশার বাড়িতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯ কেজি গাঁজা, গাঁজা পরিমাপে ব্যবহূত সাদা রঙের একটি ডিজিটাল নিক্তি জব্দ করা হয়েছে।
সিংগাইর থানার ওসি জেএম তৌফিক আজম জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আদালতে সোপোর্দ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।
টিএইচ