বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সিংগাইরে গাঁজাসহ মাদক কারবারি আটক

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

সিংগাইরে গাঁজাসহ মাদক কারবারি আটক

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সিরাজপুর থেকে তিন কেজি গাঁজাসহ ফারুক মিয়া (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। 

গত সোমবার তাকে আটক করা হয়। মঙ্গলবার (২৩ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর রহমান। আটক ফারুক উপজেলার চর আটিপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

ওসি সৈয়দ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শান্তিপুর তদন্ত কেন্দ্রের এসআই মো. আব্দুস সালাম মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার সিরাজপুর আশ্রয়ণ প্রকল্পের পূর্ব পাশের নদীর পাড় থেকে তাকে আটক করা হয়। 

এসময় তার কাছে থাকা তিন কেজি গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য  ১,৩৫,০০০ টাকা। তিনি আরো বলেন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।  মঙ্গলবার (২৩ মে) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

টিএইচ