সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সিংগাইরে মাদক ও পরোয়ানাভূক্ত ইউপি সদস্যসহ ১২ জন গ্রেপ্তার

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

সিংগাইরে মাদক ও পরোয়ানাভূক্ত ইউপি সদস্যসহ ১২ জন গ্রেপ্তার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৭ এপ্রিল) সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিয়মিত বিশেষ গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে শুক্রবার (৭ এপ্রিল) পর্যন্ত সিংগাইর থানার বিভিন্ন এলাকা থেকে ৭ গ্রাম হেরোইন উদ্ধারসহ দুই মাদক কারবারি ও ১০জন পরোয়ানাভূক্ত আসামি মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, লিটন মিয়া (৩৬), আলম (৩২), তাদের কাছ থেকে থেকে ০৭ গ্রাম হেরোইন (মূল্য অনুমান ৭০,০০০/-টাকা) উদ্ধার করা হয়।

সিংগাইর উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জি. রবিউল আলম উজ্জ্বলের ভ্যানগার্ড ও জয়মন্টপ ইউপি সদস্য কাজী রিপনসহ (৩০), আরো ১০ জন গ্রেপ্তার হয়েছেন। আসামিদের মানিকগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ