শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post

সিঙ্গাইরে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে গেছে

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সিঙ্গাইরে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে গেছে

মানিকগঞ্জের সিঙ্গাইরে একদিন পরে আবারো অগ্নিকাণ্ডে ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার চান্দহর ইউনিয়নের চকপালপাড়া গ্রামের খেজুরতলা মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন-সেলম মিয়া ও তার স্ত্রী ইসমত আরা, মজিবর।

স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার (১০ ফেব্রুয়ারি) শেষ রাতে দোকানের ভিতরে বিদ্যুতের শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়ে তাৎক্ষনিক ছড়িয়ে পড়ে। পাশের দোকানের লোকজনের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন। এরই মধ্যে সিঙ্গাইর উপজেলা ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সম্পূর্ণ দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যাপারে সিঙ্গাইর উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ ইসতিয়াক আহমেদ জানান, শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হতে পারে।  এতে প্রায় ১৬ লাখ ৭০ হাজার টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে।

টিএইচ